প্রথমে টাইপ টুল সিলেক্ট করা আবস্থায় create warped text এ ক্লিক করুন ।


এর পর ডায়ালগ বক্স থেকে যেকোনো অপশন বেছে নেন। 

তারপর আপনার প্রয়োজন অনুযায়ী মাপ সিলেক্ট করুন।

Layer Style এর ব্যবহার
প্রথমে লেয়ারের নিচে add a layer style এ ক্লিক করুন।

এর পর Blending option এ ক্লিক করুন ।

এখানে আপনি আপনার লেখাকে এডিট করার জন্য আনেক অপশন পাবেন।  

আমি প্রথমে গ্র্যাডিয়েন্ট এর ব্যবহার দেখাব।
 Gradient Overlay তে ক্লিক করুন।

নিচের চিত্রের গোল দাগ দেয়া অপশন থেকে আপনার পছন্দের অপশন বেছে নিন ।

এবার Stroke এর ব্যবহার
এবার Stroke এ ক্লিক করুন ।

আপনার প্রয়োজন মতো সাইজ ও কালার বেছে নিন ।
এছাড়াও আপনি গোল দাগ দেয়া অপশন থেকে লেখাকে আরও আকর্ষণীয় করতে পারেন ।

সব শেষে OK তে ক্লিক করেন
আজ এই পর্যন্ত । ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানিয়ে দেবেন ।