আজ আমরা শিখব কিভাবে  একটি ছবির ব্যাকগ্রাউন্ড মুছে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড যোগ করতে হয় তার নিয়ম।  তাহলে চলুন শিখে নিই কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড যোগ করা যায় তার নিয়ম । 
প্রথমে ফটোশপ চালুন করুন।।
তারপর যে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সে ছবি ওপেন করুন নিচে আমি একটি ছবি নিলাম আপনারা যে কোন ছবি নিতে পারেন।

তারপর টুলবার থেকে Background Eraser Tool select করুন, নিচের মত করে।
 এবার Background Eraser Tool টুল অপশন থেকে পছন্দমত Brush size select করুন এবং Tolerance 27% select করুন।এবার আপনার ছবি ও ব্যাকগ্রাউন্ড এর মাঝ বরাবর Eraser টি Drag করুন।


 
দেখুন শুধুমাত্র Background রিমুভ হবে। অন্য কিছু রিমুভ হবে না
 উপরের একই নিয়মে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মুছে ফেলুন।


এবার যে ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান সেটি ওপেন করুন। (File> open)

ব্যাকগ্রাউন্ডটি বড় করার জন্য কী-বোর্ড থেকে CTRL+T একসাথে press করুন।

 ব্যাকগ্রাউন্ড টি নিচে মাউস দিয়ে Drag করে দিন

পরিশেষে File>Save As ক্লিক করে সেভ করে রাখুন, আর দেখুন কেমন হয়েছে আপনার ছবিটি।


ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।
My Fb page My twitter page